
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামে সোমবার(৩০ মার্চ) দুপুরে অভিযান চালিয়ে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট সহ এক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)।
র্যাব জানায়, গোপন সূত্রে খবর পেয়ে টাঙ্গাইল র্যাবের একটি দল অভিযান চালিয়ে ভূঞাপুর উপজেলার ছাব্বিশা গ্রামের মো. আনসার আলী মন্ডলের ছেলে মো. শাহ আলম মন্ডলকে ৪০০পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকেদুইটি মোবাইল ফোন ও চারটি সিমকার্ডও জব্দ করা হয়।
র্যাব-১২’র সিপিসি-৩’র কমান্ডার মেজর আবু নাঈম মো. তালাত ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তি দীর্গদিন যাবত নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট এনে উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করছিল।
