আজ- শুক্রবার | ১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১ | রাত ১২:২৬
১৪ ফেব্রুয়ারি, ২০২৫
১ ফাল্গুন, ১৪৩১
১৪ ফেব্রুয়ারি, ২০২৫, ১ ফাল্গুন, ১৪৩১

মওলানা ভাসানীর জীবনী পাঠ্য বইয়ে অন্তর্ভুক্তির দাবিতে মানববন্ধন

মজলুম জননেতা মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর জীবনী পাঠ্য বইয়ে নতুন করে অন্তর্ভুক্ত করার দাবিতে টাঙ্গাইলে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার(৭ অক্টোবর) সকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে মওলানা ভাসানী ফাউন্ডেশন ওই কর্মসূচির আয়োজন করে।


ভাসানী ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিনের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক সভাপতি হামিদুল হক মোহন, ফাউন্ডেশনের মহাসচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল প্রেসক্লাবের সাবেক সভাপতি খান মোহাম্মদ খালেদ, বর্তমান সভাপতি জাফর আহমেদ, জেলা ক্লিনিক ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি ছাইদুল হক ছাদু, জেলা ব্যবসায়ী ঐক্যজোটের নেতা গোলাম মোস্তা লাবু, জেলা মহিলা দলের সাবেক সাধারণ সম্পাদক মমতাজ করিম, ছাত্র ফাউন্ডেশনের আহ্বায়ক ভিপি নুরুল ইসলাম, সদস্য আজিম উদ্দিন বিপ্লব, পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ফাইয়াজ ফাজবির, চতুর্থ শ্রেণির ছাত্রী মোছা. মানহা প্রমুখ।


বক্তারা বলেন, ২০১৪ সালে ফ্যাসিস্ট সরকার ৫ম ও ৮ম শ্রেণির পাঠ্য বই থেকে মওলানা ভাসানীর জীবনী বাদ দিয়েছিল। বর্তমান প্রেক্ষাপটে শুধু ৫ম ও ৮ম নয় শিশু শ্রেণি থেকে শুরু করে কলেজ পর্যন্ত পাঠ্য সুচিতে ভাসানীর জীবনী দেখতে চাই। মওলানা ভাসানী শুধু বাংলাদেশের নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বনেতা। অতএব তাকে খাটো করে দেখার সুযোগ নেই। সরকারি-বেসরকারি প্রতিটা অফিসে ভাসানীর ছবি দেখতে চাই।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়