দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস শুক্রবার(২২ জানুয়ারি) আলোচনা সভার মধ্য দিয়ে পালন করা হয়েছে।
আলোচনা সভায় টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য রাখেন ভাসানী গবেষক, সাংবাদিক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ।
মাজার প্রাঙ্গণে মওলানা ভাসানী ফাউন্ডেন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার নাজিম উদ্দিন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, মওলানা ভাসানী উন্ডশনের উপদেষ্টা সৈয়দ ইরফানুর বারী, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক, মওলানা ভাসানী ফাউন্ডেশনের মহাসচিব মো. মাহ্মুদুল হক সানু, খোদা-ই-খেদমতগারের সভাপতি মওলানা ভাসানীর নাতি হাসরত খান ভাসানী প্রমুখ।
উল্লেখ্য, ১৯৭২ সালের ২২ জানুয়ারি ভারত সরকারের একটি জীপে করে তিনি মেঘালয় হয়ে বাংলাদেশের হালুয়াঘাট সীমান্তে পৌঁছান।
ময়মনসিংহ জেলার তৎকালীন জেলা প্রশাসক খসরুজ্জামান চৌধুরী ও স্থানীয় নেতাকর্মীসহ তাঁর ভক্ত অনুসারীরা হালুয়াঘাটে তাঁকে অভ্যর্থনা জানান।
