আজ- বুধবার | ১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১ | রাত ৮:৫২
১২ ফেব্রুয়ারি, ২০২৫
২৯ মাঘ, ১৪৩১
১২ ফেব্রুয়ারি, ২০২৫, ২৯ মাঘ, ১৪৩১

মধুপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্য গ্রেপ্তার

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মধুপুরে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার(২০ জানুয়ারি) রাতে বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার(২১ জানুয়ারি) দুপুরে পুলিশ সুপার মিজানুর রহমান প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

 

 

 

 

 

 

গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার মাগন্তিনগর গ্রামের মোকছেদ আলীর ছেলে আনোয়ার হোসেন রানা(৩২), বগুড়ার নান্দিনারচর এলাকার বাদশা শেখের ছেলে মোনারুল হাসান মজনু(২৮), একই জেলার নান্দিনারচর এলাকার হেলাল খানের ছেলে ইলিয়াছ হোসেন(২৬), চর ছনপোচা এলাকার আইন উদ্দিন মন্ডলের ছেলে হারুন অর রশিদ(৪৫) এবং জামালপুরের ছোনটিয়া বাজার এলাকার শাহজাহানের ছেলে হারেজ আলী(৪৩)।

 

 

 

 

 

 

 

 

পুলিশ সুপার মিজানুর রহমান জানান, গত ১৪ জানুয়ারি রাতে মধুপুর উপজেলার ইদিলপুর এলাকা থেকে এক ব্যক্তির মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় সোমবার(২০ জানুয়ারি) থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঘটনায় জড়িত পাঁচ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে চুরিকৃত মোটরসাইকেলটি সহ পাঁচটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

 

 

 

 

 

 

তিনি আরও জানান, গ্রেপ্তারকৃতরা জিজ্ঞাসাবাদে মোটরসাইকেল ছিনতাই ঘটনার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়