দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মধুপুর উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচন বৃহস্পতিবার(১৩ জুলাই) বিচ্ছিন্ন ২-১টি ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে। এ নির্বাচনে আওয়ামীলীগ মনোনীত ৭জন এবং আওয়ামীলীগের বিদ্রোহী ১ জন চেয়ারম্যান প্রার্থী নির্বাচিত হয়েছেন।
উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, উপজেলার ৮টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কুড়ালিয়া ইউনিয়নে আহাম্মদ আলী (আওয়ামীলীগ), মহিষমারা ইউনিয়নে কাজী আব্দুল মোতালেব (আওয়ামীলীগ), আউশনারা ইউনিয়নে গোলাম মোস্তফা (আওয়ামীলীগ), বেরীবাইদ ইউনিয়নে জুলহাস উদ্দিন (আওয়ামীলীগ), অরণখোলা ইউনিয়নে মো. আব্দুর রহিম (আওয়ামীলীগ), কুড়াগাছা ইউনিয়নে আলহাজ মো. ফজলুল হক সরকার (আওয়ামীলীগ), ফুলবাগচালা ইউনিয়নে রেজাউল করিম বেনু (আওয়ামীলীগ) এবং শোলাকুড়ী ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী মো. আক্তার হোসেন বিজয়ী হয়েছেন।
জেলা নির্বাচন অফিসার মো. তাজুল ইসলাম ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল হাসান এ ফলাফল নিশ্চিত করেছেন।