মধুপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মধুপুরে নিরাপদ আনারস উৎপাদনে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। সোসাইটি ফর সোসাল সার্ভিস(এসএসএস) ওই এ মাঠ দিবসের আয়োজন করে।
বৃহস্পতিবার(২৮ জুলাই) দুপুরে মধুপুরের ইদিলপুর গ্রামে উত্তম কৃষি কলা কৌশল অনুশীলনের মাধ্যমে মধুপুর অঞ্চলে আনারসের গুনগত উন্নয়ন প্রকল্পের আওতায় ওই মাঠ দিবস অনুষ্ঠিত হয়।
সোসাইটি ফর সোসাল সার্ভিস(এসএসএস) প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ প্রদীপ কুমার সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- টাঙ্গাইল কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের(খামার বাড়ী) উপ-পরিচালক কৃষিবিদ আহসানুল বাসার।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, অতিরিক্ত উপ-পরিচালক উদ্যান মাহমুদুল হাসান, উপ-সহকারী কর্মকর্তা জেরিনা ইয়াসমীন রিপা, মধুপুর প্রেসক্লাবের সভাপতি হাবিবুর রহমান, এসএসএস’র প্রোগ্রাম ম্যানেজার মহি উদ্দিন প্রমুখ। মাঠ দিবসে ৪০ জন নিরাপদ আনারস চাষী উপস্থিত ছিলেন।