মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইলের মধুপুরে নেশার টাকা না দেওয়ায় মাদকাসক্ত রাজিব নামে ছেলের হাতে মা রেজিয়া খাতুন খুন হয়েছেন। শুক্রবারর (১৪ মার্চ) রাতে উপজেলার মহিষমারা ইউনিয়নের শালিকা গ্রামে ওই ঘটনা ঘটে। এতে গুরুতর আহত হয়েছেন মাদকাসক্ত রাজিবের স্ত্রী। নৃশংস ওই হত্যাকান্ডের ঘটনা এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। নিহত মা রেজিয়া খাতুন (৫০) ওই এলাকার খায়রুল ইসলামের স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শালিকা গ্রামের খাইরুল ইসলামের ছেলে রাজিব শুক্রবার ইফতারের পর তার মা রেজিয়া খাতুনেরর কাছে নেশা করার জন্য টাকা চায়। নেশার টাকা না দেওয়ায় মাকে কুপিয়ে হত্যার পর বাড়ির পাশে আনারস বাগানে নিয়ে পুঁতে রাখতে গেলে তার স্ত্রী দেখে ফেলে বাঁধা দেয়। এসময় রাজিব তার স্ত্রী শোভাকে কুপিয়ে আহত করে। এলাকাবাসী রাজিবের স্ত্রী শোভাকে উদ্ধার করে মধুপুর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়।
এ ঘটনায় মাদকাসক্ত ছেলে রাজিব পালিয়ে যায়। চাঞ্চল্যকর এ ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। রাতেই মহিষমারা ইউনিয়নের কোনাপাড়া এলাকা থেকে রাজিবকে পুলিশ গ্রেপ্তার করে।
মধুপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) ইমরানুল কবীর জানান, খবর পেয়ে তিনি দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। সোমবার সকালে মরদেহটি ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় রাজিবকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।