
মধুপুর সংবাদদাতা:
‘মুজিব বর্ষের আহ্বান, লাগাই গাছ, বাড়াই বন’ এ স্লোগানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে মধুপুরে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার(১৬ জুলাই) সকালে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও বন বিভাগ যৌথ আয়োজনে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোওয়ার আলম খান আবু, মধুপুর উপজেলা নির্বাহী অফিসার আরিফা জহুরা, মধুপুর
রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা একেএম আমিনুর রহমান ও আউশনারা কলেজের অধ্যক্ষ কামরুজ্জামান জুয়েল প্রমুখ। কর্মসূচিতে উপজেলা প্রশাসন ও বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
