মধুপুর প্রতিনিধি:
টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে মধুপুর উপজেলার বড়বাইদ এতিমখানার কাছে বুধবার(১৮ ডিসেম্বর) ভোরে পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রামকৃষ্ণ বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ হাবিবুর রহমান(২০) ও মুয়াজ্জিন হাফেজ হাসান সিরাজী (১৮) নিহত হয়েছেন।
নিহত হাবিবুর রহমান শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলার শালুচুড়া গ্রামের জালাল উদ্দিনের ছেলে ও হাসান সিরাজী টাঙ্গাইলের নাগরপুর উপজেলার মুরাদপট্টি চৌহালীপাড়া গ্রামের শহিদুল সিকদারের ছেলে এবং দুজনেই বড়বাইদ এতিমখানার শিক্ষার্থী।
স্থানীয়রা জানায়, মধুপুরের বড়বাইদ এতিমখানার শিক্ষার্থী হাবিবুর রহমান ও হাসান সিরাজী স্থানীয় রামকৃষ্ণ বাড়ি জামে মসজিদে যথাক্রমে ইমাম ও মোয়াজ্জিন। এদিন ভোরে তারা এতিমখানা থেকে মোটরসাইকেল নিয়ে ফজরের নামাজ পড়াতে ওই মসজিদে যাচ্ছিলেন।
পথে মধুপুর বন এলাকায় বিপরীত দিক থেকে আসা পিকআপভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তারা নিহত হন। এ ঘটনায় এতিমখানা ও নিহতদ্বয়ের পরিবারে শোকের ছায়া নেমে এসেছে।
মধুপুর থানার অফিসার্স ইনচার্জ)ওসি) ইমরানুল হক জানান, বুধবার ভোরে মধুপুর বন এলাকায় পিকআপভ্যান ও মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই দুই নিহত হয়েছে। আইন প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।