
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল প্রেসক্লাবের উদ্যোগে রোববার(১৫ মার্চ) সকালে মানববন্ধন কর্মসূচি পালন করেছে জেলায় কর্মরত সাংবাদিকরা।
বাংলা ট্রিবিউনের কুড়িগ্রাম প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যানকে বাড়ি থেকে তুলে নিয়ে মোবাইল কোর্টের মাধ্যমে এক বছরের সাজা দেয়ার প্রতিবাদে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদের সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, বিটিভি’র টাঙ্গাইল প্রতিনিধি জে সাহা জয়, নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি হাবিব খান, ইনডিপেনডেন্ট টেলিভিশনের টাঙ্গাইল প্রতিনিধি মামুনুর রহমান, বাংলা ট্রিবিউনের প্রতিনিধি এনায়েত করিম বিজয় প্রমুখ।
বক্তারা অনতি বিলম্বে গ্রেপ্তার হওয়া সাংবাদিক আরিফুল ইসলামের মুক্তি ও কুড়িগ্রামের জেলা প্রশাসকসহ পরিচালিত মোবাইল কোর্টের সাথে সম্পৃক্ত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।
মানববন্ধনে জেলায় কর্মরত বিভিন্ন প্রিণ্ট, ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
