কালিহাতী প্রতিনিধি:
যমুনা সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার জোকারচরে সোমবার(১০ ফেব্রুয়ারি) দুপুরে বাসচাপায় ভ্যানচালকসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হচ্ছেন- কালিহাতী উপজেলার কুর্শাবেনু গ্রামের মকবুল হোসেনের ছেলে ভ্যানচালক আব্দুল হালিম(৩৫) এবং ভ্যানের যাত্রী একই উপজেলার গোবিন্দপুর গ্রামের মৃত আবুল মিঞার ছেলে আব্দুর রাজ্জাক আকন্দ (৫৪)।
যমুনা সেতু পূর্ব থানার উপ-পরিদর্শক তাহেরুর ইসলাম জানান, সোমবার ব্যাটারিচালিত অটোভ্যানে একজন যাত্রী নিয়ে যমুনা সেতু থেকে সল্লা বাজারে যাচ্ছিলেন। ভ্যানটি ১৮ নম্বর ব্রিজের উপর পৌঁছলে পেছন থেকে ঢাকাগামী জেনিন পরিবহন একটি বাস ভ্যানটিকে চাপা দিয়ে চলে যায়। এসময় ভ্যানের চালক ও যাত্রী ওই বাসের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হন।
তিনি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে যমুনা সেতু পূর্ব থানায় রাখা হয়েছে। ঘাতক বাসটি আটক করা হলেও চালক ও সহকারী পালিয়ে গেছে।