দৃষ্টি নিউজ:
বঙ্গবন্ধুসেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরভাবলা নামকস্থানে বৃহস্পতিবার(২৭ এপ্রিল) পরস্পর বিপরীত দিক থেকে আসা দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই ট্রাকের চালকদ্বয় নিহত এবং অপর এক ব্যক্তি আহত হয়েছেন। নিহতদের একজন সিরাজগঞ্জ জেলার রাণীগ্রামের আবু বকরের ছেলে শহীদুল। অপরজনের পরিচয় পাওয়া যায়নি, তবে তার বাড়ি রাজশাহী জেলায় বলে জানায় পুলিশ।
বঙ্গবন্ধুসেতুু পূর্ব থানার অফিসার ইনচার্জ আছাবুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে মহাসড়কে কালিহাতী উপজেলার চর ভাবলার ৩নং ব্রিজ সংলগ্ন এলাকায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলেই ২ ট্রাকের চালক নিহত এবং অপর এক ব্যক্তি আহত হন। আহত ব্যক্তিকে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।