
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল জেলা জাতীয়তাবাদী মহিলাদলের সাধারণ সম্পাদক অ্য্যাডভোকেট মমতাজ করিমের ব্যক্তিগত উদ্যোগে কর্মহীন অভাবী মানুষের বাড়ি বাড়ি ও রাস্তার মোড়ে মোড়ে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
করোনা প্রতিরোধে উপার্জন বন্ধ হয়ে যাওয়া দিনমজুর ও হত-দরিদ্রদের মাঝে রোববার(৫ এপ্রিল) সকালে তিনি ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অ্যাডভোকেট মমতাজ করিম শহরের বটতলা বাজার, মদের ঘরের মোড় ও আশেকপুর এলাকার কর্মহীন নিম্ন আয়ের মানুষের মাঝে ওই খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান শফিক, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক মনির, সদর উপজেলা মহিলাদলের সভাপতি শাহনাজ পারভীন, সাধারণ সম্পাদক সুলতানা লতা বিলকিস, সাংগঠনিক সম্পাদক আবিদা সুলতানা অপুসহ দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
