আজ- সোমবার | ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
৪ ফাল্গুন, ১৪৩১ | সকাল ৮:০০
১৭ ফেব্রুয়ারি, ২০২৫
৪ ফাল্গুন, ১৪৩১
১৭ ফেব্রুয়ারি, ২০২৫, ৪ ফাল্গুন, ১৪৩১

মহেড়ায় প্রশিক্ষণরত ১৪ পুলিশ কনস্টেবলকে অব্যাহতি

মির্জাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া পুলিশ ট্রেনিং সেণ্টারে প্রশিক্ষণরত ১৪ জন কনস্টেবলকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২ জানুয়ারি) পুলিশ ট্রেনিং সেণ্টারের অতিরিক্ত ডিআইজি মো. মাহফুজুর রহমান স্বাক্ষরিত আদেশে ওই ১৪ জনকে অব্যাহতি প্রদান করা হয়।

 

 

 

আদেশে বলা হয়েছে, ‘শৃঙ্খলা ভঙ্গজনিত কারণে অদ্য ২ জানুয়ারি অপরাহ্ন হতে প্রশিক্ষণ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হলো।’

 

 

 

 

 

জানাগেছে, গত ২৪ জুন থেকে ৫৪তম ব্যাচের টাঙ্গাইলের মহেড়া পুলিশ ট্রেনিং সেণ্টারে ৭৯৩ জনের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়। তাদের মধ্যে ৬জন অসুস্থ হওয়ায় তাদের বাদ দেওয়া হয়। পরবর্তীতে ৭৮৭ জন কনস্টেবল প্রশিক্ষণ নিচ্ছিলেন। ১৯ ডিসেম্বর প্রশিক্ষণরত ট্রেইনি রিক্রুট কনস্টেবলের (টিআরসি) সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান হওয়ার কথা থাকলেও তারিখ পরিবর্তন করে ১২ জানুয়ারি করা হয়।

 

 

 

 

 

 

অ্যাডিশনাল ডিআইজি মাহফুজা আক্তার স্বাক্ষরিত বাতিল হওয়া কুচকাওয়াজের চিঠিতে বলা হয়- ‘বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) নিয়োগপ্রাপ্তদের ৬(ছয়) মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ গত ২৪-০৬-২০২৪ তারিখ হতে ৭টি প্রশিক্ষণ প্রতিষ্ঠান বাংলাদেশ পুলিশ অ্যাকাডেমি, সারদা, রাজশাহী; পুলিশ ট্রেনিং সেণ্টার, (টাঙ্গাইল, নোয়াখালী, খুলনা, রংপুর); পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি ও এএসটিসি, খাগড়াছড়িতে চলমান রয়েছে।

 

 

 

 

চলমান প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ গত ১৯ ডিসেম্বর ২০২৪ খ্রি. নির্ধারিত ছিল। অনিবার্য কারণবশত সমাপনী কুচকাওয়াজ সাময়িকভাবে স্থগিত করা হয়। উক্ত সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানের তারিখ আগামি ১২ জানুয়ারি পুননির্ধারণ করা হয়েছে’।

 

 

 

 

 

 

অব্যাহতি পাওয়া কনস্টেবলরা জানান, তারা ১৯১ দিন প্রশিক্ষণ গ্রহন করেছেন। পাসিং প্যারেড হওয়ার কথা থাকলেও তারিখ পরিবর্তন করা হয়েছে। বৃহস্পতিবার হঠাৎই অব্যাহতির চিঠি দেওয়া হয়। শৃঙ্খলা ভঙ্গের কোনো কাজ না করেও তাদেরকে চাকরি থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আওয়ামী লীগ সরকারের সময় নিয়োগ হওয়ায় অব্যাহতি দেওয়া হয়েছে বলে ধারণা করছেন তারা।

 

 

 

 

 

 

এদিকে অব্যাহতি পাওয়া প্রশিক্ষণরত কনস্টেবলরা ট্রেনিং সেণ্টার ত্যাগ করে যার যার বাড়িতে রওনা হয়েছেন বলে জানা গেছে।

 

 

 

মহেড়া পুলিশ ট্রেনিং সেণ্টারের পুলিশ সুপার সাহেদ মিয়া জানান, এ বিষয়ে পুলিশ হেডকোয়ার্টার ছাড়া তারা কোনো বক্তব্য দিতে পারবেন না।

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়