দৃষ্টি নিউজ:
টাঙ্গ্ইাল-৪(কালিহাতী) আসনের এমপি হাছান ইমাম খান সোহেল হাজারির জাল দিয়ে মাছ ধরার একটি ছবি ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে গেছে।
জানাগেছে, বুধবার(২৯ মার্চ) সকালে টাঙ্গাইলের বিভিন্ন উপজেলায় মুষলধারে বৃষ্টি হয়। কালিহাতী উপজেলার ছাতিহাটি গ্রামে বৃষ্টির পানিতে জাল নিয়ে মাছ ধরছিলেন কয়েক যুবক। বাড়ির পাশে যুবকদের মাছ ধরতে দেখে এমপি হাসান ইমাম খান সোহেল হাজারিও লুঙ্গি ‘কাছা’ দিয়ে নেমে পড়েন মাছ ধরতে। এ সময় স্থানীয় এক যুবক কয়েকটি ছবি তুলে ফেসবুকে পোস্ট করেন। ওই ছবি এখন ভাইরাল। ছবিতে দেখা যায়, খালি গায়ে পানিতে জাল নিয়ে মাছ ধরছেন এমপি হাছান ইমাম খান সোহেল হাজারি। জালে ধরা পড়া মাছও নিজেই ছাড়াচ্ছেন।
প্রকাশ, টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনে গত ৩১ জানুয়ারি অনুষ্ঠিত উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী হাছান ইমাম খান সোহেল হাজারি (নৌকা) প্রতীক নিয়ে নির্বাচিত হন। মাত্র দুই মাসেই নির্বাচনী এলাকার নানা কাজে তাঁর অংশ গ্রহন ও জাতীয় সংসদে কালিহাতীর বিষয় উত্থাপন উপজেলাবাসীর দৃষ্টি কেড়েছে।