কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইলের সখীপুর উপজেলার কালিয়ান গ্রামের মাটি ব্যবসায়ী বাবুল হত্যা মামলায় গ্রেপ্তারকৃত এসএম হারুন, জহিরুল ইসলাম গোলাপ ও আসাদুজ্জামানের দুই দিন করে অধিকতর জিজ্ঞাসাবাদের(রিমান্ড) অনুমতি দিয়েছে আদালত। সোমবার(১০ মার্চ) টাঙ্গাইলের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত অধিকতর জিজ্ঞাসাবাদের আবেদন মঞ্জুর করে।
এরআগে রোববার(৯ মার্চ) রাতে কালিহাতী থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর টঙ্গী এলাকায় অভিযান চালিয়ে সখীপুর উপজেলার কালিয়ান দোপাপাড়া গ্রামের জয়নাল আবদীনের(বাকী মিয়া) ছেলে এসএম হারুন(৪০), কালিয়ান নয়াপাড়ার মো. শামসুল আলমের ছেলে জহিরুল ইসলাম গোলাপ(৫০) এবং কালিয়ান দক্ষিণপাড়ার মৃত সিদ্দিকুর রহমানের ছেলে আসাদুজ্জামানকে(৩৮) গ্রেপ্তার করে।
পরে তাদেরকে অধিকতর জিজ্ঞাসাবাদের(রিমান্ড) জন্য সাত দিনের অনুমতি চেয়ে সোমবার আদালতে পাঠায় পুলিশ। আদালত তাদের দুই দিন করে অধিকতর জিজ্ঞাসাবাদের অনুমতি দেয়।
এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) আবুল কালাম ভূঁইয়া জানান, আসামিদের থানায় এনে অধিকতর জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসবাদে প্রকৃত ঘটনা জানা যাবে।