
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার রামপুর সাত বিল থেকে রানা(২২) নামে মাদকাসক্ত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত যুবক রানা ওই এলাকার মাদক ব্যবসায়ী মো. তারা মিয়ার ছেলে।
জানা যায়, গত ২৪ জুন (বুধবার) থেকে তিনি নিখোঁজ ছিলেন। শুক্রবার(৩ জুলাই) বিকালে রামপুর পুরাতন বাজার সংলগ্ন সাত বিলে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে।
পুলিশ জানায়, নিহত যুবক রানা মাদকাসক্ত ছিলেন। তার নামে একটি ও তার বাবা মো. তারা মিয়ার নামে কালিহাতী থানায় মাদক সংক্রান্ত আটটি মামলা রয়েছে।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ স্থানীয় ৮ জনকে আটক করেছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কালিহাতী থানার অফিসার ইনচার্জ(ওসি) হাসান আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, শুক্রবার সন্ধ্যায় রামপুরের রিনা বেগম ওই অর্ধগলিত লাশটি তার ছেলে রানার বলে সনাক্ত করেন।
এ সময় রামপুর বিলপাড়া গ্রামের আনোয়ারের ছেলে জনির চলাফেরা সন্দেহজনক হওয়ায় প্রথমে তাকে আটক করা হয়। পরে আরো সাত জনকে আটক করে জিজ্ঞাসাবাদ চলছে।
