দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় কবির হোসেন নামে এক যুবককে পাঁচ বছর কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। বুধবার(৫ মার্চ) দুপুরে টাঙ্গাইলের যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক আতিকুল ইসলাম আসামির উপস্থিতিতে ওই দণ্ডাদেশ দেন। পরে তাকে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়। দণ্ডপ্রাপ্ত কবির হোসেন(২০) টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার ধুবলিয়া গ্রামের তোমছের আলীর ছেলে।
যুগ্ম জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের এপিপি অ্যাডভোকেট এমএ মালেক আদনান জানান, বিগত ২০২২ সালের ১৬ ফেব্রুয়ারি রাতে ভূঞাপুরের ধুবলিয়া গ্রামে জনৈক লাল মিয়ার বাড়ির পাশে পাকা রাস্তার ওপর হেরোইন বিক্রিকালে কবির হোসেনকে ডিবি পুলিশ গ্রেপ্তার করে।
এ সময় তার দেহ তল্লাশি করে ১০ পোটলা হেরোইন উদ্ধার করা হয়। পরে টাঙ্গাইল ডিবি (উত্তর) পুলিশের এসআই মিজানুর রহমান বাদি হয়ে ভূঞাপুর থানায় মামলা দায়ের করেন। বাদি ও বিবাদি পক্ষের সাক্ষী ও যুক্তিতর্ক শেষে আদালত কবির হোসেনকে পাঁচ বছরের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেন।