দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুরে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার(১২ অক্টোবর) দুপুরে বঙ্গবন্ধু রেল সংযোগ সড়ক সংলগ্ন উপজেলার গোড়াই ইউনিয়নের ধেরুয়া রানাশাল গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, স্থানীয় লোকজন রেল সংযোগ সড়ক সংলগ্ন ধেরুয়া রানাশাল গ্রামের মাঝামাঝি একটি ক্ষেতের মধ্যে মরদেহটি পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। তিনি আরো জানান, দুর্বৃত্তরা অন্য কোথাও লোকটিকে হত্যা করে ঘটনাস্থলে কচুরিপানা ও জলজ লতা দিয়ে ঢেকে ফেলে রেখে যায়। এ থেকে প্রতীয়মান হয় যে, তাকে সু-পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। মরদেহটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
