দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুরে দুর্গা পূজার দশমীর দিনে অতিরিক্ত মদ্য পান করে রনজিত পাল (৫৫) এবং উত্তম পাল (৪০) নামে দুইজনের মৃত্যু হয়েছে। রোববার(১ অক্টোবর) রাতে এদের মৃত্যু হয়। তাদের দু’জনের বাড়ি মির্জাপুর পৌর এলাকার পুষ্টকামুরী গ্রামে।
স্থানীয়রা জানায়, শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীর আনন্দ উপভোগ করতে গিয়ে রনজিত পাল ও উত্তম পাল সহ বেশ কয়েকজন মিলে মদ্য পান করে। অতিমাত্রায় মদ্য পানের কারণে তারা অসুস্থ্য হয়ে পড়লে রনজিত পাল এবং উত্তম পালকে মির্জাপুর কুমুদিনী হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে রনজিত পাল ও রাতে উত্তম পালের মৃত্যু হয়। পরে নিহত রনজিত পালের পরিবারের লোকজন রোববার দুপুরে হাসপাতাল থেকে লাশটি নিয়ে দাহ করে ফেলে। রাতে খবর পেয়ে পুলিশ উত্তম পালের লাশ উদ্ধার করে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ একেএম মিজানুল হক জানান, খবর পেয়ে রাতে হাসপাতাল থেকে উত্তমের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্ত শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।