আজ- বৃহস্পতিবার | ২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১ | রাত ১১:৪২
২৩ জানুয়ারি, ২০২৫
৯ মাঘ, ১৪৩১
২৩ জানুয়ারি, ২০২৫, ৯ মাঘ, ১৪৩১

মির্জাপুরে একই সঙ্গে তিনজনের জানাজা নামাজ অনুষ্ঠিত

দৃষ্টি নিউজ:

Tangail. (2)টাঙ্গাইলের মির্জাপুরে একই সঙ্গে একই গ্রামের তিনজনের জানাজা নামাজ পড়লেন মুসুল্লিরা। শুক্রবার(৯ জুন) জুমআ’র নামাজ শেষে মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম মাওলানা মো. ইউসুফ জানাজার নামাজ পড়ান।
জানা গেছে, মির্জাপুর উপজেলা সদরের পোষ্টকামুরী গ্রামের ছামাদ মিয়া (৭০), মৃত কালু মিয়ার স্ত্রী সূর্য্য বানু (৬৫) ও ইন্তাজ মিয়ার স্ত্রী শাবজানা (৮০) বৃহস্পতিবার(৮ জুন) রাতে মারা যান। শুক্রবার জুমআ’র নামাজের পর তাদের জানাজা শেষে পোষ্টকামুরী সামাজিক গোরস্থানে দাফন করা হয়। এদিকে পবিত্র রমজান মাসে একই দিন ওই গ্রামের তিনজনের মৃত্যু ও একই সঙ্গে জানাজা পড়া মুসুল্লিদের মধ্যে প্রথম বলে জানা গেছে।
ওই গ্রামের হেলাল উদ্দিন (৬০) জানান, তিনি জীবনে কখনো একসঙ্গে একই গ্রামের তিনজনের জানাজা নামাজ পড়েননি। এটি আল্লাহর রহমত। মসজিদ কমিটির সাধারণ সম্পাদক ও মির্জাপুর বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ জানান, ওই তিনজনের বার্ধক্যজনিত কারণে মৃত্যু হয়েছে। এভাবে স্বাভাবিক মৃত্যুর পর একসঙ্গে তিনজনের জানাজা মির্জাপুরে কখনো হয়েছে বলে তার জানা নেই। পবিত্র রমজান মাসে একত্র তিনজনের মৃত্যুর পর তাদের জানাজা নামাজ একত্র পড়তে পাড়া আল্লাহর অশেষ মেহেরবানীতেই হয়েছে। মাওলানা মো. ইউসুফ জানান, নারী-পুরুষের একত্র জানাজা পড়ায় কোনো বাধা নেই।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়