মির্জাপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয় সাংবাদিক সংস্থার সাংবাদিকদের সাথে টানা তিন বারের উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৭ আগস্ট) সন্ধ্যায় জাতীয় সাংবাদিক সংস্থার নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে সংস্থার পক্ষ থেকে সাংবাদিকরা উপজেলা পরিষদের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান। সভায় সাংবাদিক সংস্থার সভাপতি মো. মাজহারুল ইসলাম শিপলু, সাধারণ সম্পাদক মো. জোবায়ের হোসেন, টাঙ্গাইল জেলা আওয়ামী যুবলীগের সহ-সম্পাদক মীর মঈন হোসেন রাজিব সহ সংস্থার সদস্য, বিভিন্ন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মীর এনায়েত হোসেন মন্টু সাংবাদিকদের উদ্দেশে বলেন, মির্জাপুর উপজেলাবাসী যে আশা-আকাঙ্খা নিয়ে আমাকে নির্বাচিত করেছেন আমি যেন লোভ-লালসার উর্ধে ওঠে তাদের সেই আশা-আকাঙ্খার প্রতিফলন ঘটাতে পারি। এ ব্যাপারে আমি দলমত নির্বিশেষে সকলের সার্বিক সহযোগিতা কামনা করছি। মতবিনিময় সভা শেষে সংস্থার পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
