আজ- রবিবার | ১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২ | সন্ধ্যা ৭:০০
১৬ নভেম্বর, ২০২৫
১ অগ্রহায়ণ, ১৪৩২
১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ, ১৪৩২

মির্জাপুরে তিন শতাধিক কর্মহীনের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুরে বিভিন্ন পেশার কর্মহীনদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল মালেক। কর্মহীনদের মধ্যে ট্রাক, মাইক্রো ও সিএনজি চালক এবং হকাররা রয়েছেন। শনিবার(১৮ এপ্রিল) মির্জাপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে ওই খাদ্য সামগ্রী বিরতণ করা হয়।

ইউএনও আবদুল মালেক বলেন, করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে শ্রমজীবী মানুষ কর্মহীন হয়ে ঘরে রয়েছেন। ঘরে থাকার এই সময়ে পরিবার নিয়ে খাদ্যাভাবে কষ্ট না করেন, সেজন্য সরকার খাদ্য সহায়তা দিচ্ছে। তাই প্রয়োজন ছাড়া কেউ ঘরের বাইরে না গিয়ে সামাজিক দূরত্ব বজায় রাখবেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জুবায়ের হোসেন, মির্জাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র চন্দনা দে, উপজেলা কৃষি অফিসার মশিউর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আশরাফুজ্জামান, উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির চেয়ারম্যান জহিরুল ইসলাম জহির প্রমুখ।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়