
মির্জাপুর সংবাদদাতা:
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার বহুরিয়া ইউনিয়নের বেত্রাশিন গ্রামের একটি পুকুর থেকে শুক্রবার(২৬ জুলাই) বিকালে অজ্ঞাত এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
এলাকাবাসী সূত্রে জানা যায়, মির্জাপুর উপজেলার বেত্রাশিন গ্রামে হান্নান শাহ্’র পুকুরে অর্ধগলিত লাশ ভাসতে দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। লাশটিতে পচন ধরায় সনাক্ত করা সম্ভব হয়নি।
এ বিষয়ে মির্জাপুর থানার নবাগত অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান জানান, সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি। ময়নাতদন্তের পরই এটি হত্যাকান্ড কিনা তা জানা যাবে।
