দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মঙ্গলবার(৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ২৫ বোতল ফেনসিডিল সহ মো. জহুরুল ইসলাম নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব-১২)।
গ্রেপ্তারকৃত মো. জহুরুল ইসলাম(২৮) কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার সাহেবের আলগা গ্রামের জিন্নত আলীর ছেলে।
র্যাব-১২ জানায়, গোপনে খবর পেয়ে সিপিসি-৩ টাঙ্গাইল কোম্পানীর কমান্ডার সহকারী পুলিশ সুপার মো. এরশাদুর রহমানের নেতৃত্বে একদল র্যাব সদস্য সোহাগপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান চালায়।
এ সময় মো. জহুরুল ইসলামকে ২৫ বোতল ফেনসিডিল সহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. জহুরুল ইসলাম দীর্ঘদিন যাবত উত্তরাঞ্চল থেকে ফেনসিডিল এনে মির্জাপুর উপজেলার বিভিন্ন স্থানে সরবরাহ করছেন বলেও র্যাব জানায়।
