মির্জাপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের মির্জাপুরে বুধবার(১৮ সেপ্টেম্বর) বিকালে বজ্রপাতে নাজিম উদ্দিন ওরফে হরিল্লা মিয়া (৫৫) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত হরিল্লা উপজেলার বন্দে কাউলজানী গ্রামের জয়েন উদ্দিনের ছেলে।
এলাকাবাসী জানায়, বুধবার বিকালে আকাশের পশ্চিম-দক্ষিণ কোণে কালোমেঘের সাথে বজ্রপাত হতে থাকে। এ সময় হরিল্লা মিয়া দুপুরের খাবার শেষে মাঠে কাজ করতে গিয়েছিলেন। বিকাল সাড়ে তিনটার দিকে হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই হরিল্লা মিয়ার মৃত্যু হয়। স্থানীয় ইউপি সদস্য হুমায়ুন কবীর বিষয়টি নিশ্চিত করেছেন।
