আজ- ৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৩শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ মঙ্গলবার  দুপুর ২:১৩

মির্জাপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

 

দৃষ্টি নিউজ:

বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে টাঙ্গাইলের মির্জাপুরে বাসায় ফেরার পথে অজ্ঞাত বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী স্ত্রী শিউলি আক্তার (৪৫) নিহত এবং স্বামী শরিফুল ইসলাম গুরুতর আহত হয়েছেন।

আহত স্বামী শরিফুলকে কুমুদিনী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে বঙ্গবন্ধু সেতু-ঢাকা মহাসড়কে মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে ওই দুর্ঘটনা ঘটে।


নিহত শিউলি আক্তার চাঁদপুর জেলার শরিফুল ইসলামের স্ত্রী এবং মির্জাপুরের স্কয়ার ফার্মাসিউটিক্যাল লিমিডেটের প্রোডাক্টসন বিভাগের সহকারী টিম লিডার ছিলেন। আহত স্বামী শরিফুল ওই কোম্পানীর ইঞ্জিনিয়ারিং বিভাগে কর্মরত।


মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) জহুরুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে স্বামী-স্ত্রী কর্মস্থল থেকে মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। এসময় মহাসড়কের মির্জাপুর ক্যাডেট কলেজের সামনে অজ্ঞাত একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিউলি মারা যায়। এতে তার স্বামী গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno