দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহেড়া ইউনিয়নের ভাতকুড়া বিল থেকে বুধবার(২৬ আগস্ট) সন্ধ্যায় সোলাইমান হোসেন(২১) নামে এক যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি একই ইউনিয়নের আদাবাড়ি গ্রামের গর্জন মিয়ার ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, চার দিন(শনিবার) আগে সোলাইমান নিখোঁজ হন। অনেক খোঁজ করেও তাকে পাওয়া যাচ্ছিল না।
বুধবার বিকালে স্থানীয়রা ভাতকুড়া বিলের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করলে পরিবারের সদস্যরা লাশটি সোলাইমানের বলে শনাক্ত করে।
মির্জাপুর থানার এসআই আজীম হোসেন খান জানান, এ ঘটনায় সোলাইমানের বাবা বাদী হয়ে অজ্ঞাত ব্যক্তিদের অভিযুক্ত করে মির্জাপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান জানান, লাশটি অর্ধগলিত ছিল। গায়ে আঘাত কিংবা কোনো ধরণের ক্ষতের চিহ্ন বোঝা যাচ্ছিল না। ময়না তদন্তের জন্য লাশটি টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
