আজ- বুধবার | ৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২ | দুপুর ১:৩৬
৩০ এপ্রিল, ২০২৫
১৭ বৈশাখ, ১৪৩২
৩০ এপ্রিল, ২০২৫, ১৭ বৈশাখ, ১৪৩২

মির্জাপুরে মসজিদের মুসল্লিদের জুতা চুরির হিড়িক!

মির্জাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের দুই মসজিদে জুতা চুরির ঘটনা ঘটেছে। চোর উপজেলা সদরের কেন্দ্রীয় জামে মসজিদ ও থানা মসজিদ থেকে কমপক্ষে ১৫-২০ জন মুসুল্লির জুতা চুরি করে নিয়ে গেছে। বৃহস্পতিবার (২০ মার্চ) রাতে তারাবির নামাজের সময় এই জুতা চুরির ঘটনা ঘটে। এছাড়া প্রায়ই বিভিন্ন মসজিদ থেকে জুতা চুরি যাচ্ছে।

 

 

 

 

 

 

 

 

জানা যায়, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ, মির্জাপুর থানার এসআই খাইরুল বাসার, এএসআই শাজাহান হোসেন, মির্জাপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমানসহ ১৫-২০ জন মুসুল্লির জুতা চুরি হয়েছে।

 

 

 

 

 

 

 

মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহাবুবুর রহমান বলেন, প্রতিদিনের মতো কেন্দ্রীয় জামে মসজিদের ভেতরে জুতার বাক্সে জুতা রেখে তারাবির নামাজ আদায় করি। নামাজ শেষে মসজিদ থেকে বের হওয়ার সময় দেখি বাক্সে জুতা নেই। এরমধ্যে আরো কয়েকজন মুসুল্লিও জানান তাদের জুতাও পাচ্ছেন না।

 

 

 

 

 

 

মির্জাপুর থানা মসজিদের তারাবিহ নামাজে অংশ নেওয়া মির্জাপুর থানার এএসআই শাজাহান হোসেন ও নিয়মিত মুসুল্লি হাজী মনিরুজ্জামান জানান, নামাজ শেষে বের হওয়ার সময় দেখেন তাদের জুতা চুরি হয়ে গেছে।

 

 

 

 

 

 

মির্জাপুর থানা মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা ফরিদ হোসাইন বলেন, মাঝে মধ্যেই মসজিদ থেকে মুসুল্লিদের জুতা চুরি হয়ে থাকে। মসজিদ থেকে জুতা চুরি হওয়াকে মানুষের নৈতিক অবক্ষয় বলে মনে করেন তিনি। এক সঙ্গে সদরের দুই মসজিদ থেকে এত জুতা চুরির ঘটনায় মুসুল্লিদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

 

 

 

 

 

 

মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ পরিচালনা পরিষদের সাধারণ সম্পাদক সাবেক অধ্যক্ষ সালাহ উদ্দিন আহমেদ বাবর জানান, মসজিদ থেকে দুবার তার জুতা চুরি হয়েছে।

 

 

 

 

 

 

মির্জাপুর থানা ওসি মোশারফ হোসেন বলেন, ‘মসজিদে জুতা চুরির বিষয়টি জগন্যতম অপরাধ।’ খোঁজ নিয়ে এ অপরাধের সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার আশ্বাস দেন তিনি।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়