আজ- বৃহস্পতিবার | ৭ নভেম্বর, ২০২৪
২২ কার্তিক, ১৪৩১ | রাত ১২:০৪
৭ নভেম্বর, ২০২৪
২২ কার্তিক, ১৪৩১
৭ নভেম্বর, ২০২৪, ২২ কার্তিক, ১৪৩১

মির্জাপুরে মাইক্রোবাস সহ দুই ডাকাত গ্রেপ্তার

টাঙ্গাইলের মির্জাপুরে মাইক্রোবাসসহ ডিবি পুলিশ পরিচয় দেওয়া দুই ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। বুধবার(২ অক্টোবর) দিনগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার(৩ অক্টোবর) দুপুরে মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।


এরআগে ১ অক্টোবর রাতে ডিবি পুলিশ পরিচয় দিয়ে উপজেলা বাওয়ার কুমারজানি গ্রামের মিজানুর রহমানকে ইয়াবা ব্যবসায়ী বলে উঠিয়ে নিয়ে নগদ এক লাখ ৭৬ হাজার টাকাসহ পাঁচটি মোবাইল ফোন ডাকাতির ঘটনায় তাদের গ্রেপ্তার করা হয়।


গ্রেপ্তারকৃতরা হচ্ছেন- সিরাজগঞ্জ সদর উপজেলার পশ্চিম গজারিয়া গ্রামের মো. ইনছাব আলীর ছেলে সুমন ও একই এলাকার মৃত সোলায়মান শেখের ছেলে মো. শরীফুল ইসলাম। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত ২৫ হাজার ৭২০টাকা ও সিলভার রঙের একটি হাইয়েচ মাইক্রোবাস উদ্ধার করা হয়। থানা পুলিশ তথ্যপ্রযুক্তি ব্যবহারের মাধ্যমে তাদের অবস্থান সনাক্তের পর তাদেরকে গ্রেপ্তার করে। তারা মির্জাপুর উপজেলার কবির দেওহাটা এলাকার আবুল মাস্টারের বাড়ির ভাড়াটিয়া।


প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়- ১ অক্টোবর রাত সোয়া ৯টার দিকে মির্জাপুর উপজেলা বাওয়ার কুমারজানি পূর্বপাড়ার আজাদ মিয়ার বাড়ির সামনে থেকে ডিবি পুলিশ পরিচয় দিয়ে ‘তুই ইয়াবার ব্যবসা করিস’ বলে মিজানুর রহমান ও আরিফকে সাদা রঙের একটি হাইয়েচ মাইক্রোবাসে উঠিয়ে নেয়। এ সময় তাদের হ্যান্ডকাফ লাগিয়ে ও মারধর করে নগদ এক লাখ ৭৬ হাজার টাকাসহ পাঁচটি মোবাইল ফোনও ছিনিয়ে নেয়। পরে এদিন গভীর রাতে টাঙ্গাইল সদর উপজেলার ঘারিন্দা আন্ডারপাস এলাকার ফাঁকা জায়গায় অপহৃত ওই দুই ব্যক্তিকে ফেলে ডাকাতরা পালিয়ে যায়।

পুলিশ অভিযান চালিয়ে বুধবার দিনগত রাতে ডাকাতির কাজে ব্যবহৃত সিলভার রঙের হাইয়েচ মাইক্রোবাসসহ লুণ্ঠিত ২৫ হাজার ৭২০টাকা উদ্ধার করতে সক্ষম হয়। গ্রেপ্তারকৃতদের ১০ দিনের অধিকতর জিজ্ঞাসাবাদের আবেদন করে আদালতে পাঠানো হয়েছে।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়