মির্জাপুর প্রতিনিধি:

টাঙ্গাইলের মির্জাপুরে জাতীয়তাবাদী যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার(২৯ অক্টোবর) উপজেলা বিএনপি কার্যালয়ের সামনে ওই ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধন করেন- কেন্দ্রীয় বিএনপির শিশু বিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী।
এদিন সকাল ১১টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত তিন শতাধিক রোগীর ব্যবস্থাপত্র ও বিনামূল্যে ওষুধ বিতরণ এবং রক্ত সংগ্রহ কর্মসূচি পালন করা হয়।
ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট আব্দুর রউফ। এ সময় অন্যদের মধ্যে জেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল কাদের শিকদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক এসএম মহসীন, উপজেলা বিএনপির সহ-সভাপতি আলী এজাজ খান চৌধুরী রুবেল, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক গোলাম মোস্তফা জীবন, সদস্য সচিব ডিএ মতিন, যুবদল নেতা আজিজ রেজা, ফজলুর রহমান ফজলু, ফরিদ মিয়া, পৌর যুবদলের সদস্য সচিব ইবাদুল ইসলাম সিকদার, যুগ্ম-আহ্বায়ক শাহাদত সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে বিশেষজ্ঞ চিকিৎসক ডা. শাজাহান সিরাজ, ডা. আল আমিন ও জোবায়ের হোসেন রোগীদের ব্যবস্থাপত্র দেন। এছাড়া মেহেদী হাসান মিলন ও মিম আক্তারের নেতৃত্বে ১২ জন নার্স রক্ত সংগ্রহ ও বিনামূল্যে ওষুধ বিতরণে সহযোগিতা করেন।