দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলের মির্জাপুরে একটি জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালংকার সহ ৬৮ লাখ ১৬ হাজার টাকা জব্দ করেছে যৌথবাহিনী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দুপুর ২টা থেকে রাত ৯টা পর্যন্ত মির্জাপুর বাজারের ইটালি প্লাজা নামীয় মার্কেটের এমআর জুয়েলারি স্টোরে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান ওই অভিযান পরিচালনা করেন।
অভিযান সূত্রে জানা যায়, মির্জাপুর বাজারের ইটালি প্লাজা মার্কেটে এমআর জুয়েলারি স্টোরের মালিক মজিবর রহমান দীর্ঘদিন ধরে অবৈধভাবে স্বর্ণ চোরাচালান করছিল। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে যৌথবাহিনী ওই স্বর্ণের দোকানে অভিযান চালায়।
স্বর্ণের দোকান থেকে চারটি স্বর্ণবার, ১৭২টি চেইন, ২৯টি আংটি, আটটি বালা, ১০ জোড়া কানের দুল সহ সর্বমোট ১০৪ ভরি স্বর্ণ, ৬৮ লাখ ১৬ হাজার টাকা উদ্ধার করা হয়। বর্তমানে জব্দকৃত স্বর্ণের বাজার মূল্য প্রায় ১ কোটি ৩৫ লাখ ২০ হাজার টাকা।
অভিযানে মির্জাপুর ক্যাম্প কমান্ডার মেজর সাদীক, মির্জাপুর থানার ওসি মো. মোশারফ হোসেন, টাঙ্গাইল জেলা কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কর্মকর্তা পারভেজ রেজা, দেওহাটা ফাঁড়ির ইনচার্জ গিয়াস উদ্দিন, মির্জাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) হাবিবুর রহমান, জহিরুল ইসলাম, আনোয়ার হোসেনসহ বিপুল পরিমাণ পুলিশ-সেনাবাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান জানান, গোপন খবরের ভিত্তিতে জুয়েলারি দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কারসহ নগদ অর্থ জব্দ করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।