আজ- সোমবার | ১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২ | রাত ১২:০৮
১৭ নভেম্বর, ২০২৫
২ অগ্রহায়ণ, ১৪৩২
১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ, ১৪৩২

মির্জাপুর ক্যাডেটে এসএসসিতে শতভাগ জিপিএ-৫

দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলের মির্জাপুর ক্যাডেট কলেজ বরাবরের মত এবারো এসএসসি পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে। কলেজ থেকে ৫২ জন পরীক্ষার্থী অংশ নিয়ে সবাই জিপিএ-৫ অর্জন করেছে। অংশ গ্রহণকারীরা বিজ্ঞান বিভাগের ছাত্র।

জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীরা হচ্ছেন- ক্যাডেট রায়হান, আশিক, অঞ্জন, কোয়ারিব, ওমর, জিসান, ফয়সাল, ফারদিন, জাফর, জাবির, অয়ন, সামিউল, আসাদল্লাহ্, নাফিস, আবিদ, সামি, রুসদি, ওয়াশিক, রেজন,

মাহামুদুল্লাহ, সিয়াম, কায়েস, মুবাচ্ছির, রিহাদ, আবির, শুসময়, রোহান, রুবায়েদ, জাহিন, আশরাফ, সানোয়ার, দিদার, রহমান, আমিন, আফনান, ইফতেখার, রাহাত, আবরার, হাসিব, নাহিদ, ইমন, অরজান, মাহাফুজ, তাসিন, মোহতাসিম, নাফিস, তানভির, মোশারাথ, হাসান, ওয়ালি, সাদমান ও মনি।

মির্জাপুর ক্যাডেট কলেজের অধ্যক্ষ বিমান রায় চৌধুরী বলেন, ফলাফলে আমরা অত্যন্ত খুশি। ছাত্র-শিক্ষক এবং অভিভাবকদের আন্তরিক প্রচেষ্টায় এ ফলাফল অর্জন করা সম্ভব হয়েছে।

তিনি শিক্ষার্থীদের উজ্জল ভবিষ্যৎ কামনা করেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়