দৃষ্টি নিউজ:

মুজিব বর্ষের ক্ষণ গণনার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে সারা দেশের ন্যায় টাঙ্গাইলেও ব্যাপক প্রস্তুতি গ্রহন করা হয়েছে। ক্ষণ গণনা উপলক্ষে টাঙ্গাইল শহীদ স্মৃতি পৌর উদ্যানে বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি ও বঙ্গবন্ধুর ছবি সংযুক্ত ক্ষণ গণনার ঘড়ি স্থাপন করা হয়েছে। শহরজুড়ে ব্যানার ফেস্টুন টাঙানো ও আলোকসজ্জায় সজ্জিত করা হচ্ছে, নির্মাণ করা হচ্ছে তোরণ।
মুজিব বর্ষের বছরব্যাপী কর্মসূচি আয়োজনে টাঙ্গাইল পৌরসভার উদ্যোগে পৌর উদ্যানে স্থায়ী প্যান্ডেল নির্মাণ করা হচ্ছে।
https://youtu.be/rylkM09_a18
প্রকাশ, আগামি ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক আনুষ্ঠানিকভাবে মুজিব বর্ষের ক্ষণ গণনার উদ্বোধনের পরপরই টাঙ্গাইলে বর্ণাঢ্য কর্মসূচি শুরু হবে।
