দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে মুদি ব্যবসার আড়ালে জমজমাট মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দুই ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন(র্যাব)। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার(১৩ ফেব্রুয়ারি) দিবাগত গভীর রাতে র্যাব-১২, সিপিসি-৩ এর ডিএডি মো. আকরাম হোসেনের নেতৃত্বে র্যাবের একটি চৌকশ দল শহরের শান্তিকুঞ্জ মোড়ে ‘স্বপ্ননীল স্টোর’ এ অভিযান পরিচালনা করে। এসময় শহরের বেপারীপাড়ার মৃত হামিদুর রহমানের ছেলে দোকান মালিক মো. শফিকুল ইসলাম(৪৪) ও নেত্রকোনা জেলার বারহাট্রা থানার গভারকান্দা গ্রামের মাদক ক্রেতা মো. হৃদয় হোসেনকে(২৩) গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের তল্লাশী করে ১৭পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। পরে তাদের দু’জনকে টাঙ্গাইল মডেল থানায় হস্থান্তর করা হয়।
টাঙ্গাইল মডেল থানার অফিসার ইনচার্জ(ওসি) মো. সায়েদুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের নামে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এছাড়া ধৃত আসামী শফিকুল ইসলামকে বিগত ২০১৬ সালের ১৮ মে ১৬৫বোতল ফেনসিডিলসহ আটক করা হয়েছিল। তার নামে টাঙ্গাইল মডেল থানায় মামলা রয়েছে।
