নাগরপুর সংবাদদাতা:

টাঙ্গাইলের নাগরপুর থেকে হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি লুকিমুদ্দিন লোকমানকে(৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
তথ্যপ্রযুক্তি ব্যবহার করে শনিবার(২৪ অক্টোবর) ভোরে ভারড়া গ্রামের নিজ বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত লুকিমুদ্দিন লোকমান নাগরপুর উপজেলার ভাড়রা গ্রামের মৃত হযরত আলীর ছেলে।
নাগরপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আলম চাঁদ জানান, টাঙ্গাইলের মির্জাপুর থানায় দায়েরকৃত হত্যা মামলায় (মামলা নং-০১ (০৮)১৩ ধারা ৩০২/৩৪ পেনাল কোড জিআর
সাজা নং-৩৮/২০ প্রসেস নং-৩৮/২০ তারিখ ০৫/০৩/২০২০ ইং) লোকমানকে আদালত মৃত্যুদণ্ডের আদেশ দেন। গ্রেপ্তার এড়াতে তিনি দীর্ঘদিন যাবৎ আত্মগোপনে ছিলেন।
ওসি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাগরপুর থানার সেকেন্ড অফিসার এসআই ফজলুর রহমানের নেতৃত্বে এসআই সিরাজুল, এএসআই গোলাপ, এএসআই আনিস,
এএসআই রাসেল, এএসআই জহিরসহ সঙ্গীয় ফোর্স রাতভর অভিযান চালিয়ে লোকমানকে শনিবার ভোরে গ্রেপ্তার করে।
