দৃষ্টি নিউজ:

‘এসো হে নবীন- মিলি প্রাণের উৎসবে’ এ স্লোগানকে সামনে রেখে টাঙ্গাইল শহরের মেজর জেনারেল মাহমুদুল হাসান আদর্শ মহাবিদ্যালয়ে একাদশ শ্রেণি ও স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে।
এ উপলক্ষে শনিবার(৯ ফেব্রুয়ারি) দুপুরে কলেজ প্রাঙ্গনে জেলা প্রশাসক মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল-৫(সদর) আসনের সংসদ সদস্য ছানোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও তথ্য প্রযুক্তি) সেলিম আহমদ, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলমগীর খান মেনু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান আমিনুল ইসলাম আমিন, শহর আওয়ামী লীগের সভাপতি সিরাজুল হক আলমগীর।
https://youtu.be/nzHohEQNeWg
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রহমান ও উপধাক্ষ্য আমিনুল ইসলাম। এসময় কলেজের শিক্ষক, ছাত্র-ছাত্রী ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
