আজ- শুক্রবার | ২৪ জানুয়ারি, ২০২৫
১০ মাঘ, ১৪৩১ | রাত ১২:১৩
২৪ জানুয়ারি, ২০২৫
১০ মাঘ, ১৪৩১
২৪ জানুয়ারি, ২০২৫, ১০ মাঘ, ১৪৩১

যমুনার আফজালপুর চরে বসতিদের মাঝে ত্রাণ বিতরণ

দৃষ্টি নিউজ:


প্রমত্ত্বা যমুনায় জেগে ওঠা টাঙ্গাইলের কালিহাতী উপজেলার চরাঞ্চল আফজালপুর গ্রামের বন্যার্ত অসহায়দের মাঝে বুধবার(২৫ অক্টোবর) যুক্তরাজ্যস্থ টাঙ্গাইল সমিতির উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়। টাঙ্গাইল প্রেসক্লাবের সহযোগিতায় আফজালপুর চরের মানুষদের ত্রাণ সহায়তা দেওয়া হয়।
ওই ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, টাঙ্গাইল জেলা পুলিশ সুপার মো. মাহবুব আলম পিপিএম। বিশেষ অতিথি ছিলেন, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহম্মেদ, সাধারণ সম্পাদক কাজী জাকেরুল ইসলাম মওলা এবং কালিহাতী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাসুদুর রহমান মাসুদ।
এসময় বঙ্গবন্ধু সেতুপূর্ব থানার অফিসার ইনচার্জ মো. আছাবুর রহমান সহ বিভিন্ন ইলেক্ট্রনিক ও প্রিণ্ট মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
যমুনা বেধৌত আফজালপুর গ্রামের ত্রাণ পাওয়া অসহায় মানুষরা জানান, জেলার সীমান্তবর্তী ও যমুনা নদীর মাঝে আফজালপুর গ্রামটির অবস্থান হওয়ায় তাদের খোঁজ কেউ নেয়না। অনেক কষ্টে দিন কাটে তাদের। এই প্রথমবার তারা ত্রাণ সহায়তা পেলেন।
প্রকাশ, যমুনা নদীর বুকে জেগে ওঠা প্রত্যন্ত চরাঞ্চল আফজালপুর দুর্গম এলাকা হওয়ায় ওই গ্রামে বসবাসকারী বন্যা কবলিত অসহায় মানুষেরা এ পর্যন্ত সরকারি বা বেসরকারি কোন ত্রাণ সহায়তা পায়নি।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়