আজ- মঙ্গলবার | ১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২ | রাত ১১:০৩
১১ নভেম্বর, ২০২৫
২৬ কার্তিক, ১৪৩২
১১ নভেম্বর, ২০২৫, ২৬ কার্তিক, ১৪৩২

যমুনার বাম তীরে বাঁধের দাবিতে মানববন্ধন

দৃষ্টি নিউজ:

প্রমত্ত্বা যমুনা নদীর বাম তীরে একটি স্থায়ী বাঁধের দাবিতে সোমবার(১৪ সেপ্টেম্বর) দুপুরে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

টাঙ্গাইল সদর উপজেলার গয়রাগাছা এলাকায় নদী তীরে যমুনা নদীর পূর্বপাড় ভাঙন প্রতিরোধ কমিটি ওই মানবন্ধন কর্মসূচির আয়োজন করে।

টাঙ্গাইল সদর উপজেলার হুগড়া হাবিব কাদের উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীম আল মামুন জুয়েলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মো. আকরাম হোসাইন, শিক্ষানুরাগী মো. কদম আলী, হুগড়া ইউনিয়ন

পরিষদের সাবেক চেয়ারম্যান মো. আজগর আলী ও মোর্শেদ আলম দুলাল, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক মো. মোজাহারুল ইসলাম

মাজহাব, আব্দুল্লাহ আল মামুন, রেলওয়ে কর্মকর্তা নজরুল আজাদ, রাসেদ হাসান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সামাদ, মোহালী গয়রাগাছা দাখিল মাদ্রাসার সুপার আবুল হোসেন প্রমুখ।

বক্তারা বলেন, প্রতিবছর বর্ষা এলেই রাক্ষুসী যমুনা তার বাম তীর ভাঙে। ডিগ্রি হুগড়া, মোহালী ও গয়রাগাছা এলাকা সহ আশপাশের কয়েকটি গ্রামে এবারও যমুনার তীব্র ভাঙন শুরু হয়েছে।

এতদাঞ্চলের মানুষের বাড়ি-ঘর, ফসলি জমি, শিক্ষাপ্রতিষ্ঠান, গোরস্থান সহ ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান হুমকির মুখে রয়েছে। অতিদ্রুত ওই এলাকায় তারা একটি স্থায়ী বাঁধ নির্মাণের দাবি জানান।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়