দৃষ্টি নিউজ:

টাঙ্গাইলে যমুনা নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে। রোববার(২০ অক্টোবর) বিকালে কালিহাতী উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলার গরিলাবাড়ী এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত পরিবার ও মৎসজীবীদের মাঝে ওই ত্রাণ বিতরণ করা হয়।
গোহালীয়াবাড়ী ইউপি চেয়ারম্যান হযরত আলীর তালুকদারের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন, টাঙ্গাইলের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোছামৎ মোস্তারি কাদেরী। বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বিকম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শামীম আরা নিপা।
https://youtu.be/a1D_vZSILeM
এসময় নদী ভাঙন কবলিত ৫৫টি পরিবারকে ৩০ কেজি ও মৎসজীবী ১৮৭জনকে ৩০ কেজি করে জিআর চাল দেয়া হয়।
