আজ- বৃহস্পতিবার | ২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১ | দুপুর ২:০২
২৭ মার্চ, ২০২৫
১৩ চৈত্র, ১৪৩১
২৭ মার্চ, ২০২৫, ১৩ চৈত্র, ১৪৩১

যমুনায় ইলিশ শিকার করায় ১১ জেলের দণ্ড

যমুনা নদীর টাঙ্গাইল সদর ও কালিহাতী উপজেলার অংশে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ মাছ ধরার অপরাধে ১১ জেলেকে ৭ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৬ অক্টোবর) দুপুর থেকে সন্ধা পর্যন্ত যমুনা নদীতে ইলিশ মাছ সংরক্ষণ অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। পরে সন্ধায় টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মোহাইমিনুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ১১ জেলেকে ওই কারাদণ্ড দেন।


দণ্ডিতরা হচ্ছেন- টাঙ্গাইল সদর উপজেলার লোকমান মোল্লার ছেলে শফিকুল ইসলাম, আক্তার হোসেনের ছেলে বাদশা, রফিকুলের ছেলে হোসেন আলী ও সোহাগ, আবু সাইদের ছেলে আসলাম, মাজম শেখের ছেলে আশরাফ, সিরাজগঞ্জের আবু সামার ছেলে আলিম, তুফানের ছেলে গোলাম, ছকের মোল্লার ছেলে লতিফ, শাহ আলমের ছেলে আসাদুল ইসলাম ও বোরহান মন্ডলের ছেলে আসাদুল।


টাঙ্গাইল সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আইয়ুব আলী জানান, অভিযানে নিষিদ্ধ কারেণ্ট জাল ও শিকার করা মা ইলিশ সহ জেলেদেরকে হাতেনাতে আটক করা হয়। প্রায় দশ হাজার মিটার দৈর্ঘের মাছ ধরার জাল জব্দ করা হয়- যার মূল্য প্রায় তিন লাখ টাকা।


টাঙ্গাইল জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও ভ্রাম্যমান আদালতের বিচারক মো. মোহাইমিনুল ইসলাম জানান, জব্দকৃত জালগুলো জনসম্মুখে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং আটক ১১ জন জেলেকে ৭ দিন করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।


অভিযানে সদর ও কালিহাতী উপজেলা মৎস্য অফিসের কর্মকর্তা/কর্মচারী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়