ভূঞাপুর প্রতিনিধি:
যমুনা নদীর টাঙ্গাইলের ভূঞাপুর অংশে অবৈধভাবে বালু উত্তোলণের দায়ে ৭ জনকে আটক করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। যৌথবাহিনীর অভিযানে আটককৃতদের মধ্যে ৫ জনকে একমাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ২ জনকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ওই কারাদণ্ড দেন। বুধবার (৯ এপ্রিল) বিকালে উপজেলার সিরাজকান্দি এলাকায় যৌথবাহিনী ওই অভিযান চালায়।
কারাদণ্ডপ্রাপ্তরা হচ্ছেন- ভূঞাপুর উপজেলার সিরাজকান্দি গ্রামের মৃত সাত্তার মিয়ার ছেলে বাদশা মিয়া(৩৬), একই গ্রামের লুৎফর রহমানের ছেলে মো. আক্তার(৩৬), মৃত হাবিবুর রহমানের ছেলে মো. সুমন(৩০), মৃত জালাল উদ্দীনের ছেলে দিলদার হোসেন(৬০), একই গ্রামের ওসমান (৪০) ও আবুল কাশেম (৪৮) এবং একই উপজেলার পলশিয়া গ্রামের মৃত অহম আলীর ছেলে বেলাল হোসেন (৩৫)।
এদিকে আটককৃতদের থানায় আনার পর তাদের লোকজন থানায় ভিড় জমায়। এ সময় থানার মেইন গেইট বন্ধ রেখে পকেট দরজা খুলে রেখে লোকজনের যাতায়াতে সীমিত রাখা হয়।
ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম রেজাউল করিম জানান, যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলণ বন্ধে অভিযান পরিচালনা করে ৭ জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। বৃহস্পতিবার(১০ এপ্রিল) আসামিদের কারাগারে পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, যমুনা নদী সংলগ্ন ভূঞাপুরে অবস্থিত যমুনা ক্যান্টনমেন্ট সংলগ্ন যমুনা নদীতে বাঁধ দিয়ে দীর্ঘদিন ধরে একদল লোক বালু উত্তোলণ করে ট্রাকযোগে বিক্রি করছিল। খবর পেয়ে যৌথবাহিনী অভিযান চালায়। এতে বালু উত্তোলণে জড়িত থাকার অভিযোগে ৭ জনকে আটক করা হয়। এ সময় ২৮ হাজার ৮৫০টাকা ও ৪টি ভেকু মেশিন জব্দ করা হয়।