আজ- শনিবার | ৮ ফেব্রুয়ারি, ২০২৫
২৫ মাঘ, ১৪৩১ | সকাল ৯:০২
৮ ফেব্রুয়ারি, ২০২৫
২৫ মাঘ, ১৪৩১
৮ ফেব্রুয়ারি, ২০২৫, ২৫ মাঘ, ১৪৩১

যমুনা নদীতে ডাকাতিকালে পাঁচ ব্যক্তি গণপিটুনির শিকার

যমুনা নদীর টাঙ্গাইলের ভূঞাপুর অংশে ডাকাতিকালে পাঁচ নৌ-ডাকাতকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।

শনিবার (১৯ অক্টোবর) রাত ৯টার দিকে ভূঞাপুর উপজেলার রুলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ভূঞাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) একেএম রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত ডাকাতরা হচ্ছেন- আরিফুল, রাসেল, বেল্লাল, মুকুল ও আছান আলী।


ওসি জানান, ভূঞাপুরের গোবিন্দাসী নৌ-ঘাটে কাজ শেষে কয়েকজন শ্রমিক যমুনা নদী দিয়ে নৌকাযোগে বাড়ি ফিরছিলেন। শনিবার দিনগত রাত ৯টার দিকে বাড়ির কাছাকাছি পৌঁছলে নৌকা সহকারে ডাকাত দল তাদের ওপর আক্রমণ করে কয়েকজনকে কুপিয়ে আহত করে।

এসময় শ্রমিকরা চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে এসে পাঁচ ডাকাতকে আটক করে গণধোলাই দেয়। পরে এদিন রাত ১২টার দিকে তাদের ভূঞাপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়