দৃষ্টি নিউজ:
ঈদযাত্রায় যমুনা সেতু-ঢাকা মহাসড়কে যানজটে শঙ্কার সাড়ে ১৩ কিলোমিটারের সার্ভিস লেন খুলে দেওয়ায় পরিবহনের চাপ থাকলেও জট নেই। মহাসড়কের অনেক অংশ অনেকটা ফাঁকা রয়েছে। ফলে এবার ঈদযাত্রায় উত্তরের মানুষ স্বস্তিতে বাড়ি ফিরছে। যমুনা সেতু দিয়ে বৃহস্পতিবার রাত ১২টা থেকে শুক্রবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৮ লাখ ৫২ হাজার ৯০০ টাকা। বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আহসানুল কবির পাভেল বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ২৪ ঘণ্টায় ৪৮ হাজার ৩৩৫টি যানবাহন পারাপার হয়েছে। এরমধ্যে মোটরসাইকেল পারাপার হয়েছে ৯ হাজার ১৬৩টি, ছোট যানবাহন ১৭ হাজার ২৭১টি, গণপরিবহন ১২ হাজার ৬৭৫টি ও ট্রাক পারাপার হয়েছে ৯ হাজার ২২৬টি। এছাড়া যমুনা সেতু-ঢাকা মহাসড়কের এলেঙ্গা থেকে সেতুপূর্ব পর্যন্ত ১৩ কিলোমিটার সড়কের সার্ভিস লেন খুলে দেওয়ায় চারলেনের সুবিধা পাওয়ায় যানজটের সৃষ্টি হয়নি।
এদিকে, মহাসড়কে গণপরিবহনের সংকটে ঈদে ঘরে ফেরা মানুষজন খোলা ট্রাক ও পিকআপভ্যানে উঠে বাড়ি ফিরছে। এতে ঝুঁকি থাকলেও যাত্রীরা বাধ্য হয়ে যাচ্ছেন। তবে বরাবরের মতোই বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ রয়েছে।