
দৃষ্টি নিউজ:
টাঙ্গাইল শহরের কর্মহীন অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কেন্দ্রীয় জাতীয়তাবাদী যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর সহযোগিতায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার(২৪ এপ্রিল) সকালে পৌরসভার আকুরটাকুর পাড়ায় শতাধিক পরিবারের মাঝে চাল, ডাল, আলু ও সয়াবিন তেল ইত্যাদি পৌঁছে দেওয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক একেএম মনিরুল হক ভিপি মুনীর, জেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আবদুল্লাহ্ হেল কাফী শাহেদ, সদর উপজেলা শ্রমিক দল সভাপতি আমিনুল ইসলাম সুমন, ছাত্রদল নেতা কাইসার রহমান লিমন প্রমুখ।
নেতৃবৃন্দ এ সময় বলেন, করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী অঘোষিত লকডাউনের ফলে কর্মহীন হয়ে পড়েছে নিম্ন আয়ের মানুষ। দেশের এই ক্রান্তিকালীন সময়ে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকুর আর্থিক সহযোগিতায় স্থানীয় হতদরিদ্র কর্মহীন মানুষের জন্য এ খাদ্য সহায়তা। এ সহায়তা অব্যাহত থাকবে বরেও জানান নেতৃবৃন্দ।
