কালিহাতী প্রতিনিধি:
টাঙ্গাইলের কালিহাতীতে গাঁজা ও দেশীয় অস্ত্রসহ মো. বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে যৌথ বাহিনী। রোববার(১৩ এপ্রিল) দিনগত রাত সাড়ে দশটার দিকে রাজাবাড়ি রেল গেইট এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত বাছেদ উপজেলার এলেঙ্গা পৌরসভার ভাবলা এলাকার আবুল হোসেনের ছেলে। কালিহাতীর সেনা ক্যাম্পের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানা যায়, রোববার রাতে লেফটেন্যান্ট ইশতিয়াকের নেতৃত্বে রাজাবাড়ি রেল গেইট এলাকায় যৌথ বাহিনীর অভিযান পরিচালনা করে বাছেদ নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এসময় তাঁর কাছ থেকে দেশীয় অস্ত্র দা, চাপাতি, বাটাল, কেচি ও বকে কেজি গাঁজা উদ্ধার করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আটক মাদক ব্যবসায়ী বাছেদকে রাতেই কালিহাতী থানায় হস্তান্তর করা হয়েছে।