দৃষ্টি নিউজ:
টাঙ্গাইলে যৌন নিগ্রহের সর্বোচ্চ শাস্তি ও নারীর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। রোববার(৯ মার্চ) বিকালে টাঙ্গাইল প্রেসক্লাবের সামনে নারী ও শিশু যৌন নিপীড়নবিরোধী মঞ্চ ওই কর্মসূচির আয়োজন করে।
মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি ফাতেমা রহমান বীথি, সংহতি জানিয়ে বক্তব্য রাখেন জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী, শিক্ষক ও ক্রীড়া সংগঠক মোনালিসা মুন্নি, সমাজকর্মী নাহার চাকলাদার, সাংবাদিক রতন সিদ্দিকী ও আলমগীর হোসেন, জেলা ছাত্র ফেডারেশনের প্রচার সম্পাদক তাওহীদা সপ্নীল, দপ্তর সম্পাদক প্রেমা সরকার, পৌর কমিটির আহ্বায়ক আদিবা হুমায়রা, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মুনঈম, সদস্য শিশির প্রমুখ।
বক্তারা বলেন, জুলাই অভ্যুত্থানের আকাঙ্খা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার নিশ্চিত করা কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ ঠিক তার উল্টো পথে হাঁটছে। স্বরাষ্ট্র উপদেষ্টা কেবল ‘খান দান আর ঘুমান, আর মধ্য রাতে তামাশার প্রেস ব্রিফ্রিং করেন’। আমরা এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ চাই এবং আছিয়া সহ সকল যৌন নিগ্রহের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।
তারা আরও বলেন, ২৪-এর ছাত্র শ্রমিক জনতার অভ্যুত্থানের পরেও বাংলাদেশে প্রতিনিয়ত নারীরা নিরাপত্তাহীনতায় ভুগছেন- যৌন নিগ্রহের শিকার হচ্ছেন। আমরা মাগুরায় ৮ বছরের শিশু আছিয়াকে যৌন নিগ্রহের শিকার হতে দেখলাম। আমরা মির্জাপুরে ১০ বছরের শিশুকে যৌন নিগ্রহের শিকার হতে দেখলাম। এটা আর মেনে নেওয়া যায়না।