প্রথম পাতা / টাঙ্গাইল /
রজনীকান্তের আলোচিত ‘জেলার’ ওটিটিতে আসছে
By দৃষ্টি টিভি on ২৫ আগস্ট, ২০২৩ ১১:৩৭ পূর্বাহ্ন / no comments
দৃষ্টি বিনোদন:

অনেকেরই হয়তো থিয়েটারে গিয়ে ‘জেলার’ ছবি দেখার সৌভাগ্য হয়নি। ভারতের বাইরে বেশির ভাগ রজনী–ভক্ত সিনেমাটি দেখতে পারেননি। সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, দক্ষিণি মেগাস্টারের এই ব্লক বাস্টার ছবি শিগগিরই ওটিটিতে আসছে। তাই এবার বাসায় বসেই এই ছবির মজা নিতে পারবেন। জেনে নেওয়া যাক, কবে, কোথায় মুক্তি পাচ্ছে ‘জেলার’।
৭২ বছর বয়সী এই নায়কের পর্দায় উপস্থিতি আজও সাড়া ফেলে দেয়। ১১ আগস্ট মুক্তি পেয়েছিল থালাইভা অভিনীত ছবি ‘জেলার’। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে হইচই ফেলে দিয়েছে। চিত্র সমালোচক থেকে সাধারণ মানুষ- সবার হৃদয় জয় করেছে রজনীর এই ছবি। নেলসন দিলীপ কুমার পরিচালিত এই ছবি এ বছর সবচেয়ে হিট ছবির তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছে।
‘জেলার’ মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ৫৫০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। জানা গেছে, নির্মাতারা ছবিটির ডিজিটাল রাইটস মোটা অঙ্কের বিনিময়ে নেটফ্লিক্সকে বিক্রি করেছেন। এই অ্যাকশন-থ্রিলারধর্মী ছবির ডিজিটাল রাইটস তাঁরা নেটফ্লিক্সকে বিক্রি করেছেন ১০০ কোটি রুপির বিনিময়ে।
সাধারণত কোনো ছবি মুক্তির ছয়-আট সপ্তাহ পর তা ওটিটিতে স্ট্রিম হয়। কিন্তু ‘জেলার’-এর ক্ষেত্রে তা হবে না বলে শোনা যাচ্ছে। এই ছবি তার আগেই ওটিটিতে আসবে বলে খবর। রজনীকান্ত অভিনীত ছবিটি সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওটিটির পর্দায় আসবে।
দেশের মাটিতে ‘জেলার’ প্রায় ৩০০ কোটি রুপি আয় করে ফেলেছে। দুনিয়াজুড়ে আয়ের ক্ষেত্রে ৬০০ কোটি রুপির পথে এগোচ্ছে ছবিটি। মুক্তির ১৪ দিনের মাথায় ছবিটি আয় করেছিল ৩ দশমিক ৬৫ কোটি রুপি। নেলসন দিলীপের এই ছবিতে রজনী ছাড়াও আছেন তামান্না ভাটিয়া, জ্যাকি শ্রফ, শিব রাজকুমার, মোহন লালসহ আরও অনেকে।
সূত্র: অনলাইন
মন্তব্য করুন
সর্বশেষ আপডেট
-
খালেদা জিয়ার মুক্তি ও চিকিৎসার দাবিতে বিএনপির সমাবেশ
-
টাঙ্গাইলে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমাবেশ
-
টাঙ্গাইলে এবার দৃষ্টিনন্দন ২৬১ গম্বুজ মসজিদ নির্মাণের উদ্যোগ
-
‘জওয়ান’-এ দীপিকাকে বেশি গুরুত্ব দেওয়ায় ক্ষুব্ধ নয়নতারা
-
কানাডার নাগরিকদের ভিসা দেওয়া স্থগিত করল ভারত
-
বিশ্বের ৩৫তম অর্থনৈতিক শক্তি বাংলাদেশ
-
টাঙ্গাইলে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপের ফাইনাল অনুষ্ঠিত
-
কালিহাতীতে বিএনপির মনোনয়ন প্রত্যাশি অধ্যাপক আউয়ালের গণসংযোগ
আপডেট পেতে লাইক করুন
