আজ- ২৪শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ রবিবার  রাত ১১:১৬

রজনীকান্তের আলোচিত ‘জেলার’ ওটিটিতে আসছে

 

দৃষ্টি বিনোদন:

‘জেলার’- এ তামান্না ভাটিয়া ও রজনীকান্ত : ছবি- টুইটার।

অনেকেরই হয়তো থিয়েটারে গিয়ে ‘জেলার’ ছবি দেখার সৌভাগ্য হয়নি। ভারতের বাইরে বেশির ভাগ রজনী–ভক্ত সিনেমাটি দেখতে পারেননি। সিনেমাপ্রেমীদের জন্য সুখবর, দক্ষিণি মেগাস্টারের এই ব্লক বাস্টার ছবি শিগগিরই ওটিটিতে আসছে। তাই এবার বাসায় বসেই এই ছবির মজা নিতে পারবেন। জেনে নেওয়া যাক, কবে, কোথায় মুক্তি পাচ্ছে ‘জেলার’।


৭২ বছর বয়সী এই নায়কের পর্দায় উপস্থিতি আজও সাড়া ফেলে দেয়। ১১ আগস্ট মুক্তি পেয়েছিল থালাইভা অভিনীত ছবি ‘জেলার’। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে হইচই ফেলে দিয়েছে। চিত্র সমালোচক থেকে সাধারণ মানুষ- সবার হৃদয় জয় করেছে রজনীর এই ছবি। নেলসন দিলীপ কুমার পরিচালিত এই ছবি এ বছর সবচেয়ে হিট ছবির তালিকায় নিজের নাম লিখিয়ে ফেলেছে।


‘জেলার’ মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যে বিশ্বজুড়ে ৫৫০ কোটি রুপির বেশি আয় করে ফেলেছে। জানা গেছে, নির্মাতারা ছবিটির ডিজিটাল রাইটস মোটা অঙ্কের বিনিময়ে নেটফ্লিক্সকে বিক্রি করেছেন। এই অ্যাকশন-থ্রিলারধর্মী ছবির ডিজিটাল রাইটস তাঁরা নেটফ্লিক্সকে বিক্রি করেছেন ১০০ কোটি রুপির বিনিময়ে।


সাধারণত কোনো ছবি মুক্তির ছয়-আট সপ্তাহ পর তা ওটিটিতে স্ট্রিম হয়। কিন্তু ‘জেলার’-এর ক্ষেত্রে তা হবে না বলে শোনা যাচ্ছে। এই ছবি তার আগেই ওটিটিতে আসবে বলে খবর। রজনীকান্ত অভিনীত ছবিটি সম্ভবত সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে ওটিটির পর্দায় আসবে।


দেশের মাটিতে ‘জেলার’ প্রায় ৩০০ কোটি রুপি আয় করে ফেলেছে। দুনিয়াজুড়ে আয়ের ক্ষেত্রে ৬০০ কোটি রুপির পথে এগোচ্ছে ছবিটি। মুক্তির ১৪ দিনের মাথায় ছবিটি আয় করেছিল ৩ দশমিক ৬৫ কোটি রুপি। নেলসন দিলীপের এই ছবিতে রজনী ছাড়াও আছেন তামান্না ভাটিয়া, জ্যাকি শ্রফ, শিব রাজকুমার, মোহন লালসহ আরও অনেকে।

সূত্র: অনলাইন

মন্তব্য করুন

মন্তব্য করেছে

 
 
 
 
 

ব্যবস্থাপনা পরিচালক : মু. জোবায়েদ মল্লিক বুলবুল
আশ্রম মার্কেট ২য় তলা, জেলা সদর রোড, বটতলা, টাঙ্গাইল-১৯০০।
ইমেইল: dristytv@gmail.com, info@dristy.tv, editor@dristy.tv
মোবাইল: +৮৮০১৭১৮-০৬৭২৬৩, +৮৮০১৬১০-৭৭৭০৫৩

shopno