দৃষ্টি নিউজ:
রাউজান উপজেলার পাহাড়তলী ইউনিয়নের চৌমুহনি বাজারের একটি ভবন থেকে ১১ সেপ্টেম্বর দিবাগত গভীর রাতে ইয়াবা বিক্রির সময় পুলিশ অভিযান চালিয়ে তিন ইয়াবা ব্যবসায়ীকে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে ১৫৬ পিস ইয়াবা জব্ধ করে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হচ্ছেন, কদলপুর ইউনিয়নের মৃত শফিউল আলমের ছেলে ছাত্রলীগ নেতা মো. সেলিম উদ্দিন(২৭), ঊনসত্তরপাড়া গ্রামের মোহাম্মদ রুহুল আমিনের ছেলে মোহাম্মদ কফিল উদ্দিন(২৮) ও নোয়াপাড়া ইউনিয়নের হাজী মীর হোসেন সওদাগরের বাড়ীর মৃত ছৈদুল হকের ছেলে মো. শাহেদ (২৯)। পুলিশ তাদের তিনজনের প্যান্টের পকেটে পলিথিন মোড়ানো ও মানিব্যাগ থেকে ১৫৬ পিস ইয়াবা ও সমপরিমাণের ইয়াবা সেবনের উপকরণ ফয়েল পেপার উদ্ধার করে। জব্ধকৃত ইয়াবার দাম আনুমানিক মূল্য ৪৭ হাজার ৭০০ টাকা বলে পুলিশ জানায়।
ঘটনায় নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শেখ জাবেদ মিয়া নিজে বাদী হয়ে তাদের তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। তিনজনকে বুধবার(১৩ সেপ্টেম্বর) আদালতে প্রেরণ করা হয়েছে।