আজ- বুধবার | ১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১ | সন্ধ্যা ৭:০৫
১৯ মার্চ, ২০২৫
৫ চৈত্র, ১৪৩১
১৯ মার্চ, ২০২৫, ৫ চৈত্র, ১৪৩১

রাজধানীর সায়েন্সল্যাবে সিটি ও আইডিয়াল কলেজের সংঘর্ষ

দৃষ্টি রিপোর্ট:

রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি মোড়ে সংঘর্ষে জড়িয়েছেন ঢাকা সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা। রোববার (৯ ফেব্রুয়ারি) বিকালে ওই সংঘর্ষের সূত্রপাত হয়। এখনও থেমে থেমে তা চলছে।

 

 

 

 

জানা যায়, এদিন বিকাল ৪টার দিকে আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী লাঠি নিয়ে ঢাকা সিটি কলেজের সামনে এসে অবস্থান নেন। পরে তারা ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং লাঠি দিয়ে আঘাত করে আইডিয়াল কলেজের নামফলক খুলে ফেলেন। এ ঘটনায় সিটি কলেজের শিক্ষার্থীরাও বিক্ষুব্ধ হয়ে পাল্টা ইট-পাটকেল নিক্ষেপ করেন এবং তখন সংঘর্ষ শুরু হয়।

 

 

 

 

 

 

 

এতে পুরো এলাকাজুড়ে তৈরি হয় আতঙ্ক। তাৎক্ষণিকভাবে বন্ধ হয়ে যায় মিরপুর সড়কের যান চলাচল। ঘটনার শুরু থেকেই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। পরে ডিএমপির অতিরিক্ত পুলিশ সায়েন্সল্যাব এলাকায় অবস্থান নিয়ে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করে। ধাওয়া পাল্টা-ধাওয়া এবং ইট-পাটকেল নিক্ষেপের ঘটনায় উভয় পক্ষেরই বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।

 

 

 

 

 

 

 

ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ(ওসি) আলী আহমেদ মাসুদ বলেন, রোববার বিকাল ৪টার দিকে দুই কলেজের শিক্ষার্থীরা মারামারি করেন। থেমে থেমে এখনও মারামারি চলছে।

 

 

 

 

 

কী কারণে মারামারি হচ্ছে জানতে চাইলে ওসি বলেন, বন্ধুদের মধ্যে দুষ্টামির জের ধরে মারামারি করে এমন হতে পারে। কেউ আহত হয়েছে কিনা বলতে পারছি না। বিকাল সাড়ে ৫টার পরে সড়ক ফাঁকা হয়েছে, কিন্তু শিক্ষার্থীরা কখন আবার মারামারি করতে নামে তা বলতে পারতেছি না।

 

 

 

 

 

 

 

শেয়ার করুন স্যোশাল মিডিয়াতে

Facebook
Twitter
LinkedIn
X
Print
WhatsApp
Telegram
Skype

সর্বশেষ খবর

এই সম্পর্কিত আরও খবর পড়